কবিতায় শান্তনু প্রধান
অন্তবিহীন
ঘন সবুজ একটি তৃণ অন্তবিহীন গভীর রাতে
অন্তবিহীন পাখির ডাকে তখন তুমি মাধবীলতা
কেন রাখো শূন্য বুকে উত্তরণের ঢেউ
সেতুর নিচে ভেঙে চুরচুর রাতের পাহাড়
যতই লাফাক শহরতলী বুঝবে না তো কেউ
এই ব্যথা যে নিজের ব্যথা কৃষ্ণ শুধু জানে
হয়তো সেদিন খারাপ রাতে খারাপ ছেলে বিখ্যাত হবে বলে
আন্তবিহীন পথের মাঝে একটি সবুজ তৃণ
জয় পরাজয় ফাটল থেকে বিস্তৃত সে বুকের ভেতর
সূর্য আঁকে চন্দ্র আঁকে নদী আঁকে শীতের পাতা ঝরে