T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় স্বপন নাগ

নতুন দিনের কাব্য
তোমার কথা শুনব না আর
বড্ড বেশি সত্যি কথা বলো
এতগুলো দিনের শেষে জেনেছি তো
সত্যিকথায় বিপদ বাড়ে
সুখে থাকার স্বস্তি কাড়ে
চতুর্দিকে দোস্তি করে তেলের সঙ্গে জলও
চেনা ছকের ব্যতিরেকে
আমি কেন দূরে থেকে
ছাইপাঁশ সব উথালপাথাল ভাববো
বদনামী কেউ যদি-বা হই
বরং ভালো ঝাঁকেরই কই
দাঁড়ি কমা লোপাট করে
লিখব এবার নব্য ভাষায়
নতুন দিনের কাব্য