T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় বর্ণালী মুখার্জী
মুক্ত কবিতা
বিশ্বব্যাপী রয়েছো তুমি তোমাকে আর খুঁজবো না,
সবার মাঝে তুমি রবে মনে কি কারোর পড়বে না?
শহরের ইঁট কাঠ পাথরের ভিড়ে
হারিয়ে গেছে কবিতার ভাষারা,
আধুনিক বহুতলের ভালোবাসার দৌরাত্ম্যে
টুপটাপ খসে পড়ে না গাছের পাতারা।
শব্দেরা আঁকাবাঁকা সরণী ধরে হারিয়ে যাচ্ছে দিনে দিনে,
অতীতের গ্রন্থিহীন শব্দমালারা আবছা হয়ে
আঁকিবুকি কেটে যায় মহানগরের নিস্তব্ধ রাজপথে।
ভাঙছি গড়ছি, গড়ছি ভাঙছি
রোজনামচায় কেটে যায় বেলা,
কথার মাঝে কথা সাজিয়ে
আমরা হচ্ছি দিশেহারা।
হাতিয়ার নয় লেখনী ধরো উচ্চ করো শির,
কবিতার শব্দবানে ভেঙে দাও কুসংস্কারের সব জঞ্জীর।।