T3 || সৌরভ সন্ধ্যায় || লিখেছেন সুব্রত নন্দী

সৌরভ ছড়িয়ে চলে গেলি পরপারে….

সৌরভের সাথে ব্যক্তিগতভাবে পরিচয় ও সম্পর্ক স্থাপন আমার সাহিত্য জগতের প্রবেশের প্রারম্ভ থেকেই। প্রথমে ফেসবুকে আলাপ, আর তার কিছুদিন পরেই কোনো একটি সাহিত্যসভার আসরে। যখনই কোনো অনুষ্ঠানে দেখা হয়েছে, তখনই প্রথম কথা,’সুব্রতদা কেমন আছো? আমাদের এইসকল অনুষ্ঠানে আরেকটু বেশি আশা করি তোমাকে।’
যেহেতু আমার কর্মস্থল কলকাতার বাইরে, তাই ইচ্ছা থাকলেও নিয়মিতভাবেউপস্থিত থাকতে পারি না, এই কারণে আমি সকলের কাছেই ক্ষমাপ্রার্থী।
সেটা সৌরভ জানত, তাই বিশেষ জোরাজুরি করত না।
কিন্তু দেখা সাক্ষাত কম হলেও একটা আত্মিক বন্ধন অলক্ষ্যেই গড়ে উঠেছিল।
আর যত দিন গেছে আরও বেশি সুদৃঢ় হয়েছে।
আজ ওর স্মৃতিচারণ করতে হবে! হে ঈশ্বর!! এ তোমার কেমন বিচার??
আমার এই দীর্ঘ জীবনে এত পরোপকারী মানুষ খুব কমই দেখেছি। দলমতনির্বিশেষে সকল মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া ওর স্বভাবসিদ্ধ অভ্যাস ছিল। কবিতা অন্ত প্রাণ এই মানুষটিকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব তা স্বপ্নেও ভাবিনি কোনোদিন! একবার নন্দনের ভিতরে যেখান থেকে প্রোজেক্টর চালানো হয়, সেইখানে আমাকে সৌরভ নিয়ে গিয়েছিল একটি বিশেষ কারণে। আমি একটু ইতস্তত করছিলাম সেই জায়গা প্রবেশ করতে। তখন সৌরভ আমাকে জোর করে নিয়ে গেল, আর বলল, ‘সুব্রতদা তুমি অনেক জায়গায়ই যেতে পারবে, কিন্তু এখানে সহজে প্রবেশ করতে পারবে না। তাই এই সুযোগে বড় বড় মানুষের সংস্পর্শে ধন্য হওয়া জায়গাটা দেখে নাও, এরপর হয়তো বা আর সুযোগ নাও হতে পারে।
সত্যিই তাই রে সৌরভ, তুই সেইদিন জোরাজুরি না করলে আমার আর দেখার সৌভাগ্য হতো না।
এরকম ভাই আমি আর কোথায় পাব?
আরেকটি কথা খুব মনে পড়ছে, সেইদিন ছিল ‘সুনীল সন্ধ্যা’। যথারীতি সৌরভ সঞ্চালনার দায়িত্বে। আমরা সবাই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাঠ করব বলে আগে থেকেই প্রস্তুত।
আমি তো কবির ‘কেউ কথা রাখেনি’। পাঠ করব বলে আগে থেকেই…..।
কিন্তু কপাল খারাপ, আমার আগেই সেই কবিতা পাঠ করে চলে গেছেন পূর্ববর্তী কবি। আমি তো ঘোর সংকটে!
যথারীতি সৌরভ উদ্ধারকর্তা, ওর নিজের বই বের করে, কবিতা নির্বাচনও করে বলল, ‘এই নাও সুব্রতদা তুমি এই কবিতাটি পাঠ কর, ভালো লাগবে।’
এরকম সকল বিপদের বন্ধু ছিল সৌরভ।
এই তো মাত্র কয়েকদিন আগে সোদপুরে যুগসাগ্নিকের কবিতা পাঠের আসরে ওর সাথে দেখা। কত কথা হলো, একসাথে চা খাওয়া, ছবি তোলা।
সেদিন কী করে জানব? ওটাই শেষ দেখা হবে!!! হে ভগবান, আমি আর নিতে পারছি না এই শোক!!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।