কবিতায় স্বর্ণযুগে সুব্রত নন্দী

সংক্ষিপ্ত পৃথিবী

পৃথিবীর ঠিকানাটা বড্ড সংক্ষিপ্ত হয়ে আসছে,
অরণ্যের দিনরাত্রিতে লুকোচুরির খিড়কিটা আবদ্ধ।
প্রখর রৌদ্রোজ্জ্বল দিনলিপি আজ অস্তাচলে –
ঋণের সংসারে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ,
বেসামাল মনের স্বীকারোক্তির বহিঃপ্রকাশ সর্বত্র।
আমার স্বপ্নেরা এখন গৃহবন্দি, আত্মসমর্পণ করছে অহর্নিশি মরুভূমির শূন্যতায়।
পৃথিবীর যন্ত্রণা প্রোথিত সহস্র ক্ষতচিহ্নের সমষ্টিতে,
জীর্ণতার ক্যানভাসে জলহীন জীবনচিত্র আঁকা চতুর্দিকে;
ধূসর প্রতিবিম্বে আমিত্ব দিশেহারা,
সময়ের জাঁতাকলে সমানুপাতিক সহনশীলতা খুঁজি –
ক্ষয়িষ্ণু মনের দর্পণে আষাঢ়ে মেঘের ঘনঘটা,
হয়তো প্রাসঙ্গিকতা হারিয়ে বৃষ্টির পূর্বাভাস!
ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম পৃথিবীতে এখনও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছি;
আগামীকালের আলোকবর্তিকার সন্ধানে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।