গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর (পর্ব – ১৯)

ভূমধ্যসাগরের স্মৃতি
সমুদ্র জীবনের সব চেয়ে অস্বস্তিকর দিক হচ্ছে সমুদ্রের বৈরী আবহাওয়া অার লোনাজল। যে করণে একজন শারীরিক সক্ষমতা সম্পন্ন মেরিনারও সমুদ্র জীবনে সী সিকনেস অনুভব করেন।
নীল মসুদ্রের লোনা পানিতে রয়েছে এক ধরনের মোহ বা ঈন্দ্রজাল। আমি তাকে বলি প্রেম। এই প্রেমই বার বার আমাদের করে ঘর ছাড়া। তীরের সান্নিধ্য ছাড়িয়ে গহীন সমুদ্রের লোনা পানির নেশায় আমাদের রণতরী সজ্জিত হয়ে ছুটে চলে নীল সাগরের শেষ সীমানায়। স্ত্রী আর সাজানো সংসার থেকে কে করিল আমারে বিবাগী? কে আবার। এই নীল সাগর জলের প্রেমই।
আহা!!ইসরাইল আর লেবানন সীমান্তে রাতের আলোর ঝলকানি না দেখতে পারলে জীবনে আলোর মিছিল দেখা হয়তোবা অসমাপ্তই থেকে যেত। রাতে বাকা চাঁদের হাজারো তারার নীলাকাশ আর ভূমধ্যসাগরের নীল জলরাশিতে দুই আলোর শহরের প্রতিচ্ছবি। এ যেন এক মায়ার নগরী। এক অন্যরকম স্বপ্নপুরী।
হে আল্লাহ আপনার সৃষ্টি জগতের অনুপম সৌন্দর্য গুলো দেখে তোমার প্রশংসা করার সত্যিকার তৌফিক দান করুন। আমিন।