গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর

এশিয়ার প্যারিস লেবাননের রাজধানী বৈরুত

আমার দেখা লেবাননের রাজধানী বৈরুত শহরের কিছু ঐতিহাসিক নিদর্শনাবলি ও কিছু কথা….

বিজ্ঞান ও গণিত নিয়ে পড়ুয়া মানুষ গুলোর মাঝে ইতিহাসের প্রতি প্রবল আগ্রহ চোখে পড়ার মত। তাঁরা জানতে চায়, লিখতে চায়, অন্যকে জানাতে চায় অজানা সব তথ্য। কারণ, Human mind is attachment by the opposite. আমি কি তাহলে তাদেরই সমগোত্রীয় একজন? নিজের সম্পর্কে অন্য একদিন লিখবো। বিদেশ বিভূঁই আসলাম, দুচোখ ভরে দেখলাম আর চলে গেলাম,তা কী হয়? চলুন আজ চষে বেড়াই লেবাননের রাজধানী বৈরুত শহর।
রাজধানীর সব চেয়ে অভিজাত ও বিশ্বের নামীদামী ব্রান্ডের শো-রুম গুলো যেখানে পণ্যের পসরা সাজিয়ে বসে আছে তার নাম Down Town. এখানকার মানুষ গুলোর ঢং আর ফ্যাশন চোখে পড়ার মত। সারা দুনিয়ার পর্যটকদের আনাগোনাও বিশেষ ভাবে লক্ষনীয়। এখানে এসে মনে হবে,”কত অজানারে জানাইলে তুমি।” এই Down Town কে ঘিরেই রাজধানীর যত আয়োজন।বঐতিহাসিক দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ এই পর্যটন নগরী।

➤লেবাননের সাবেক Prime Minister Rafiq Harrieri প্রতিষ্ঠিত স্বপ্নের স্মারক “রফিক হ্যারারি মসজিদ” যা আল আমিন মসজিদ নামেও পরিচিত। অপূর্ব নির্মাণ শৈলী ও কারুকার্য খচিত বিশাল আয়তনের মসজিদ খানা দেখা মাত্রই আপনার মনে এক অনাবিল প্রশান্তি কাজ করবে বলে আমার বিশ্বাস। ২০০৮ সালে মসজিদটি জনসাধারনের ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

➤হজরত ওমর (রা:)’র শাসনামলে যখন মুসলমান গণ লেবাননে ইসলাম প্রচার ও প্রসারের কাজ শুরু করেন তখনকার সময়ে নির্মিত “ওমরি মসজিদ”যা লেবাননে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছে।

➤ ১৭শ শতাব্দীতে নির্মিত Saint George Charge.

➤ যীশু খ্রিষ্টের জন্ম সময়কার ইমারতমালার নয়নাভিরাম টেরাকোটার ধ্বংসাবশেষ। যা আপনাকে দিবে খানিক ভাবনার সুযোগ আর নির্মল আনন্দ।

➤ আধুনিক ও সমৃদ্ধ লেবাননের স্বপ্নদ্রষ্টা ও রূপকার প্রয়াত Prime Minister Rafiq Harrieri এর সমাধী। ২০০৫ সালে এক উগ্রপন্থি ধর্মীয় দাংগায় ৫জন সংগী সহ তিনি নিহত হন। অনেক বিশ্লেষকদের ধারনা, তার হাত ধরেই আধুনিক লেবাননের যাত্রা। বেঁচে থাকলে অতি দ্রুত সময়ে তিনি জাতিকে উন্নত লেবানন উপহার দিতে পারতেন।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।