আমি জানি, আমিও তোর মতো , ঝগড়া না করলে তোর আমার সম্পর্ক ঝিমিয়ে যায় পানসে লাগে, ঝগড়ার পরে যখন তুই আমার কাছ থেকে চলে যাস তখন বুঝি তোর প্রতি আমার মায়া কতবেশী !!! যাক ও সব কথা, তুই বাসায় ফিরে যা আমি এখন যেতে পারবো ।
আচ্ছা তাহলে তুই যা কাল আবার দেখা হবে আল্লাহ হাফেয ।
আল্লাহ হাফেয ।
বাসায় ঢুকে কী করবো? ওকে- গিয়ে প্রথমে কী রান্না আছে সেটা দেখবো, তারপর ফেসবুক- সাথে গরম এককাপ কফি । পানি বসিয়ে পিসি অন করলাম এবং একটি গান দিয়ে শুরু করলাম “তুমি আজ কত দূরে” আইডি ওপেন করলাম কোন খবর নাই – কে বা আমার খবর নেবে বলতেই ইনবক্সে হ্যালো, চেক করে দেখি নীল রাত নামের একটি আইডি থেকে আমাকে নক করেছে, ঠিক ভালো লাগলো না, মনকে প্রশ্ন করলাম সাড়া পেলাম না, বাদ, অন্তরা কোথায়!! হায়রে আমার কফির পানি কী আছে না শুকিয়ে গেলো ্ হায়! পানি শুকিয়ে গিয়েছে আবার একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে কফি বানিয়ে রুমে আসলাম । প্রোফাইলে গিয়ে খেলানাগুলিতে কমেন্ট করলাম, খেলনাগুলি বেশ দেখতে যদি সাথে মা মেয়ের ছবি রাখতেন তাহলে খেলনাগুলি পূর্নতা পেত । লাইক দিলো সাথে সাথে- ওয়াও অনলাইনে আছে দেখছি । রিপ্লাই এলো- মায়ের ছবি দেওয়া যাবে না তবে মেয়ে ছবি আমগামীতে দিব । ধন্যবাদ । কী বলে!!! কিছু বুঝলাম না । জানতেই হবে আসলে ব্যাপারটা কী । ইনবক্সে লিখলাম শুভ সন্ধ্যা – কেমন আছেন ?
শুভ সন্ধ্যা – জ্বী ভালো আছি , আপনি কেমনা আছেন ?
ভালো আছি। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি?
জ্বী করতে পারেন ।
আপনি কী বিবাহিতা ?
হ্যাঁ আমি বিবাহিতা –
আপনার পরিবারে কয়জন ?
আমাদের পরিবারে একমাত্র মেয়ে ।
ওহ খুব ভালো , আপনার হাসবেন্ড কী করেন ?
উনি আর্মি অফিসার ।
জ্বী খুব ভালো- সুখী পরিবার ।
এখন আমাকে নিয়ে নিশ্চিয় আর স্বপ্ন দেখবেন না ?
স্বপ্নের সাথে বিবাহিতার কী সম্পর্ক আছে বলুন ? ভালো তো অনেক আগেই বেসে ফেলেছি, স্বপ্ন তো আজন্মের! আমার এই পবিত্রতা বিয়ে নামের একটা সম্পর্ক নষ্ট করতে পারবে না । চাঁদের ও কলঙ্ক আছে এই ভেবে আমার কষ্ট মুছে ফেলব, আমার এক জীবনের লক্ষ্য নিগুঢ় প্রেম মায়া ভালবাসা তার স্বপ্নের গভীরে অনড় । আপনি শারীরিক ভাবে আমার থেকে যোজন যোজন দুরে থাকবেন কিন্তু আমার হৃদয়ের গভীরে প্রেমের বাসর ভালবাসার সঙ্গম সে প্রথমদিন থেকে । আমার এই পবিত্র ভালবাসা বাহ্যিক কোন সম্পর্ক দিয়ে আমাকে সরিয়ে দিতে পারবেন না ।