T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন শম্পা মুখার্জী কোলে

হেমন্তের শোভা
হেমন্তের পরশ পাই
কার্তিক অগ্রহায়নে,
বাতাসে মোদের মন মাতে
নতুন ধানের ঘ্রাণে।
কুয়াশা চাদর হালকা করে
জড়িয়ে আছে গায়,
এই দেখো না হেমন্ত হাজির
গুটিগুটি পায়।
হিমের পরশ হিমেল হাওয়া
দারুণ খুশি মন,
চাষীর ঘরে নতুন ধানের
নবান্নের আয়োজন।
খেজুর রসের সুমিষ্ট স্বাদ
জয় নগরের মোয়া,
ধোঁয়া ওঠা কফির কাপ
কমলা লেবুর কোয়া।
মধুর এমন ঋতুর ছোঁয়া
মনে খুশির হিন্দোল,
গাছের শাখে পাখির দল
খাচ্ছে কেমন দোল।
রংবেঙের ফুলগুলি সব
হাতছানি দিয়ে ডাকে,
হেমন্ত যেন নিজের হাতে
নিজের ছবিই আঁকে।
শিশির ভেজা আদুরে রোদ
ভীষণ ভালো লাগে,
আলতো শীতের ছোঁয়া পাই
শীত আসারই আগে।
রাতের আকাশে অসংখ্য তারা
জোৎস্না ধোয়া আলো,
কি অপূর্ব অপরূপ শোভা
দারুন জমকালো।
পাতাঝরা শব্দ গুলো
মনে কাঁপন ধরায়,
হিমের পরশে ফিরে আসে
নতুন কিশলয়।
দিন হয়েছে ছোট এখন
রাত হয়েছে বড়,
হেমন্তকে খুশী মনে সকলে
সাদরে গ্রহণ করো।