কবিতায় সুনন্দ মন্ডল
গুরু নয় গুরুজন
বর্তমানে গুরু আছে, গুরুজন তো নয়!,
গুরুর সাথে আমার হোক বিশ্ব পরিচয়।
আজকে যারা গুরুমশাই
কালকে ছিলেন গুরুজন।
কালকে হবেন গুরু গুরু
অপাত্রে আপত্তি স্বজন।
বর্তমানে গুরু মানে বিশেষ কোনও ব্যাক্তি
সবার মাঝে সমাজে তার নেই কোনও প্রাপ্তি।
বর্তমানের যুবসমাজ দেখে অবহেলায়
কালকে তারাই ডাকত গর্বে “ও গুরুমশাই”!
সমাজ যেমন পাল্টে গেছে
পাল্টে গেছে যুব।
পাল্টানোর সুর গুরুজনেও
আর নেই কো ধ্রুব।