কবিতায় সংযুক্তা মজুমদার

‘অধরা মাধুরী’
রাস্তার দুপারে সব গাছে পলাশ পেখম মেলেছে
আগুন রঙে জ্বালিয়ে দিচ্ছে বসন্তকে,
‘ তোর চোখেও আগুন ঢালা জানিস?’
বলেছিলি একদিন।
সেবার ঠিক হয়েছিল সবাই মিলে বসন্ত উৎসব দেখতে যাবো
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানের তালে নেচে বেড়াবো,
বলেছিলি ‘ তোকে শুধুই লাল আবির মাখাবো …লাল রঙে তুই কানায় কানায় পূর্ণ।
কত কি বলতি তুই
আমি নাকি একটা লাল এলোমেলো বাতাসের মতো
বয়ে চলে যাই …রেখে যাই আমার হাসি, রাশি রাশি…
আমাদের শান্তিনিকেতন যাওয়া হলনা, তোর চলে যাওয়ার ডাক এলো,
বলেছিলি, ‘ ফিরবো কবে জানিনা, তবে তুই এমনি থাকিস ‘
অভিমানী মুখ করে বলেছিলাম, ‘ তোর তাতে কি?’
তুই মুচকি হেসে বললি, ‘ যদি ফিরে আসি?’
আমি পাল্টায়নি, সবাই বলে, একই আছি,
দোলে শান্তিনিকেতন আজও যাইনি
কি জানি, কিসের অপেক্ষায়…