৩৫.
এমন কিছু মুহূর্ত হয়
এই পৃথিবীতেও
যখন আকাশ মাটি ছুঁই ছুঁই
তুমি রেলিং পেরিয়ে
ওপারে তাকিয়ে আছো
আমি দুহাত ভারে তোমার
বিরাট খোঁপায় বাঁধা রাত আর
অন্ধকার হাতরানো ভাষা দেখি
তারাও যে পথ চায়
অনন্ত পথের একটা লাইটপোস্ট
হেমন্তবিকেলের খোঁপায় এক একটি পথেররেখার মেঘ , নেমে আসে আস্তে আস্তে
পিঠ কোমর হয়ে মাটির প্রান্তে
যেখানে তোমার মুক্তি, আমার মুক্তি আর শব্দের আশ্রয়
৩৬.
প্রদীপ শুধু জেগে আছে তার
শেষ আলোর কাছে,
স্নিগ্ধ দৃষ্টিপথে হেঁটে এসো,
হেঁটে এসো ছাই পোড়া রাতের কাছে
চল আমরা আগুন হাতে করে
নিয়ে যাই, মহামারি রাতের তারা ঘেরা অনন্ত শহরের নির্বাক দেশে
যারা দেখে নি, আজ ঘর ভরে দেবো শুধু আলোর বৃষ্টিপাতে