কবিতায় শুভদীপ মাইতি

একাঙ্ক
অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে আসছে কবিতা। একা
আমাদের মহাকবিরা শুয়ে আছেন মাটির নিচে
ইমারতের শহরে সকলেই একা।
নগর কীর্তনে বেরিয়েছেন প্রভু। তিনিও…
বাতিল বাতিস্তম্ভটির গায়ে স্নেহের স্পর্শ এঁকে দিচ্ছে
একাদশীর ব্রতকথার চাঁদ
বিগত জন্মের কথা হৃদয়ের টুকরো গেঁথে
দীর্ঘ কবিতার মতো, শেষ প্রান্তে তলিয়ে যাচ্ছে ঝড়।
আসলে আগলে রাখার মতো সেভাবে কেউ নেই। কোথাও
কবিতাকে ছুঁতে গিয়ে একটি দগদগে জখম
দেগে দিলেন কবি
আমাদের সমস্ত সবুজ জুড়ে
খুব ভালো থেকো জীবনানন্দ।