।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শিবেশ মুখোপাধ্যায়

তুমি এসো মাগো

শরতের সুনীল আকাশে
কেমন সাদা মেঘের ভেলা।
মন খারাপের –
মেঘগুলো আজ বিদায় নিয়েছে।
শরৎ মানেই নীল আকাশে –
সাদা মেঘের ভেলা।
শরৎ মানেই নদীর ধারে,
কাশের বনে লুকোচুরি খেলা।
শরৎ এলেই তাই তুমি আসো।
তোমার আগমনে শিউলি ফোটে,
মধুর লোভে মাধবীকুঞ্জে-
মৌমাছি মধুকর ওলিরা জোটে।
শরৎ এলেই তাই মন খারাপের
মেঘ কেটে খুশির হাওয়া ছোটে।
শরৎ এলেই তুমি আসো মাগো
তাইতো দিঘির জলে শালুক- পদ্ম ফোটে।
তুমি এসো মাগো! আকাশে বাতাসে
ধ্বণিতো হোক –
” জাগো দুর্গা জাগো “।
অতিমারির আতঙ্ক দূর হোক –
নাশ হোক ‘করোনা’রূপী অসুর
তোমার ঐশ্বরিক আগমনে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।