বাংলা বছর শেষ হয়ে এল।
চৈত্র মাস।
যুদ্ধ থামেনি। এক দিকে মানুষ বিজ্ঞানের ভাব বর্ম সাজাচ্ছে। কোভিডের টিকাকরণ চলেছে সারা পৃথিবী জুড়ে।
অন্যদিকে ভাইরাস তার গতিপথ, চেহারা পাল্টে দ্বিতীয় বার আক্রমণ চালাচ্ছে সব দেশে।
রক্তবীজ কি এমনই কিছু ছিল ?
শক্তি রূপিনী প্রকৃতিকে প্রণাম জানিয়ে মানুষ প্রাণপণে প্রার্থনা করে চলেছে, আরোগ্য দাও, আতঙ্কমুক্ত হোক মানব সমাজ।
প্রাণে আনন্দ আসুক।
মেতে উঠি আবার বসন্ত উৎসবে।