T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সুমিত মোদক

ঘটনা প্রবাহে

রাতের বয়স বেড়ে গেলেই শুরু হয় রাগ মালকোষ ;
একে একে জেগে উঠে সাদা সাদা ফুল ;
আকাশ পথ ধরে নেমে আসে লাল পরী , নীল পরী ,
সাদা সাদা পরীরাও …

রাতের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় শব্দ ;
যে গুলো এতো দিন বুকের ভিতর জমা হয়ে ছিল ,
সে গুলোও একের পর এক বেরিয়ে আসছে
কোনও এক ঘটনা প্রবাহে ;

দিগন্ত রেখা অতিক্রম করে ভেসে আসে
হাজার হাজার মানুষের কণ্ঠস্বর ;
চারিদিকে এতো কণ্ঠস্বরে কি ভাবে ঘুমিয়ে
থাকতে পারে ভোরে পাখি !
আর কিছু ক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটবে ;
নেচে উঠবে আলোর তরঙ্গে ;
ঠিক তখনই ভৈরব রাগের বিস্তার ছড়িয়ে পড়বে
শ্মশান ভূমির বাতাসে বাতাসে ;

মালকোষ ও ভৈরব রাগের ঠিক মাঝখানে দাঁড়িয়ে
দেখে নিচ্ছি নিজের ভিতরের অন্ধকার ও আলোটুকু ;
চূড়ান্ত বাস্তবতার মাটিতে কেবলই রক্তের দাগ ;
কোথাও কোনও ভাবে পা রাখা যায় না ;

শ্মশানের পাশ দিয়ে যে নদী বয়ে যায় সামনে ,
সে নদী জানে জ্বলন্ত চিতার উত্তাপ ;
জানে অতীত , বর্তমান , ভবিষ্যৎ …

সে কারণেই প্রতিটি নারী নদী হয়ে উঠতে জানে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।