কবিতায় শোভন মণ্ডল

স্পর্শ – কথা
“ছুঁয়ে দেখলে ঘোর লেগে যায়“
এসব বলে আমরা ঢুকে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে
মনপসন্দ গল্পগুলো এবারে নামিয়ে আনব দেরাজ থেকে
খুঁজে দেখব স্পর্শের মোলায়েম আখ্যান
সবটুকুই তো অন্তরের আবেশ
অনুভবের আশ্চর্য পরিচর্চা
ছুঁয়ে দেখলে নীল হয় এ শরীর
বুঝেছ অর্বাচীন ?
নরম ঠোঁটের আশপাশে প্রিয় বাবল্
ভালবাসার বেলুন ওড়ায়
ঘোর লেগে গেলে আবার স্পর্শ করি
বার বার করি
স্পর্শ
স্পর্শ
যতক্ষণ না নীল হয়ে যাই…