সম্পাদকীয়

লক ডাউন এবং আনলক এইতেই সারা পৃথিবীতে ধুন্ধুমার চলছে।
যেই মানুষ বেরিয়ে আসে, ওমনি ভাইরাস ও চড়চড় করে বেড়ে উঠে কামড়ায়।
একেবারে সেই পৌরাণিক রক্তবীজ অসুরের লড়াই।
ঝালাপালা হওয়া মানুষ মনের দুঃখে পয়ার ছন্দে পাঁচালি লেখে।
এই দেখুন নমুনা।

লক ডাউন

বন্ধু সব করে রব
রাতি পোহাইলো
সকলের বাক্য বুলি
একে একে ফুটিল।
লকডাউনে,
রাখাল যায় না মাঠে,
লয়ে গরুর পাল ;
ওয়ার্ক ফ্রম হোমই
চলিতেছে আজকাল।
জুম কলে অফিসকর্তা,
ঘরে কর্ত্রী-শিয়রে শমন
পান হইতে খসিলে চুন
তৎক্ষনাৎ করিবেন দমন।
মিলিত তত্ত্বাবধানে
সকলের ওষ্ঠাগত প্রাণ।
নাজেহাল বন্ধুগন
অতঃপর কাজে দিয়া মন
কোনো ক্রমে রাখেন বজায়
নিজ নিজ কুল এবং মান।
কাঠখোট্টা কেজো পঞ্চাশোর্ধ পেশাদার মানুষকেও কোভিড পাঁচালি লেখক বানিয়ে ছেড়েছে।
করোনার কি মহিমা

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।