T3 || ঘুড়ি || সংখ্যায় সঞ্জিত মণ্ডল

ঘুড়ি
কাটা ঘুড়ি দিচ্ছে পাড়ি অজানা কোন দেশে
বন্ধু নাকি শত্রু রাষ্ট্র কোথায় যাবে ভেসে।
কেউ হাসে কেউ গোঁত্তা মারে চিৎ হয়ে কেউ ভাসে
টাল খায় কেউ হেলে পড়ে প্রমত্ত নাকি সে!
এই জনগণ ঘুড়ির মতন আকাশেতে ওড়ে
সোজা পথে কেউ দূরে যায় কেউ বাঁকা পথ ধরে।
মাঞ্জাদেওয়া ধোপদুরস্ত কেউ দেখি ম্যাড়মেড়ে
ফিনফিনে তাঁত মসলিনে কেউ চৌরঙ্গীতে ঘোরে।
অচেনা পথ কেউ বা ওড়ে কেউ বা টিকি নাড়ে
চিলের ডানা পৌঁছায় না ফিঙে ঠোকর মারে।
আদুড় বাদুড় চালতা বাদুড় রাতের বেলায় ঘুড়ি
হুতোমপেঁচা কুটুরে পেঁচা সবাই ঘোরায় ছড়ি।
সমাজের এই দুঃশাসনে কেউ বা বসে দাঁড়ে
আপন বাপন চৌকি চাপন নেপোরা দই মারে।
ঘুড়িও দেখি জীবন দেখি সমাজে সংসারে
কেউ সস্তার জিনিস কেনে কেউ বা কেনে ধারে।
ঘুড়ির লড়াই নীল আকাশে শরৎ মেঘের ভেলা
প্যাঁচ কষে কেউ আস্তিন গোটায় র্যাগিং মারে ঠেলা।
জীবন মরণ ঘুড়ির নাচন মেঘ রোদ্দুর খেলা
চীনে মাঞ্জা টন সুতো আর ভোকাট্টার মেলা।
মারপ্যাঁচ আর গোঁত্তা খাওয়া পেটকাটি চাঁদিয়াল
কে কার দলে নাম লেখালো দেশের হাল তো বেহাল।