T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শোভন মণ্ডল
by
·
Published
· Updated
১| মর্নিং ওয়াক
আমার ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখা যায়
পলাশগাছ, একঝাঁক পায়রা আর মোরামের পথ
হাওয়া বয় সিরসিরিয়ে
প্রতিদিন ভোরে রাস্তার দিকে তাকিয়ে দেখি
সাদা চাদর গায়ে একদল বৃদ্ধ মানুষ
হাঁটতে
হাঁটতে
হাঁটতে
হাঁটতে
কেমন মিলিয়ে যায় আলোর দিকে…
২| আলো
তুমি এসে বললে, এইনাও আমার ভূগোল
তারপর দেখালে পাহাড়-পর্বত, রাঢ়, বালুচর
আর একটা দীর্ঘ সুড়ঙ্গ পথ
সেই সুড়ঙ্গে আমি প্রবেশ করেছি
কালো, নিকষ-অন্ধকার
ধাঁধার মতো
ফিরে আসার সময় রেখে এসেছি একটা প্রদীপ
আজও জ্বলছে