সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব – ৭৯)

রেকারিং ডেসিমাল
সুন্দর, কাকে বলে?
ইংরেজিতে বলে বিউটি লাইজ ইন দা আই অফ দা বিহোল্ডার। যে দেখে তার চোখেই সৌন্দর্যের সংজ্ঞা নাকি থাকে।
কি জানি।
কারো কাছে মেরিলিন মনরো খাসা। কেউ জে এল ও -কে দেখে ফিদা।
কেউ বলবেন, আহা মিসেস সেন। কেউ স্বপ্ন দেখেন রানি মুখার্জি র।
অবশ্য মেয়েদের কথাই বলছি।
পুরুষরা সুন্দর কিনা, সে চ্যাপ্টার আরেক দিন ভাবতে বসব।
তা, সে ত কবিগুরু সেইই কোন যুগে বলেই রেখেছেন, আমারই চেতনার রঙে পান্না হল সবুজ,…. গোলাপকে বললাম সুন্দর, সুন্দর হোল সে…
আমি সব রকম সুন্দরকে চেটেপুটে উপভোগ করতে চাই। ফুচকার মত। রসমালাইয়ের মত। বাটারস্কচের ওপরে চকোলেট সস গড়ানো আইসকিরিমের মত।
আমার এখনকার ফ্ল্যাটে যে মেয়েটি পরিস্কার করার কাজে লেগেছিল, সে অপূর্ব সুন্দরী।
আমরা এই পেশার মানুষদের বলি জমাদার।
পুরোনো মানুষেরা এ পেশার মহিলাদের বলেন জমাদারনি।
আমার এ মেয়েটিকে দেখলে প্রতি বার মনে হয়, আহা আহা, রাজস্থানের কোন মহলের রানি।
যেমন লম্বা ছিপছিপে, তেমনি লম্বা বেণী, তেমনি কাটাকাটা নাক, মুখ, ঠোঁটের ভাঁজ, গ্রীবার ভঙ্গি।
দেখলেই ভিতরটা মুগ্ধতায় ভরে যায়।
তা এ সুন্দরীর ধার একটু বেশী কারণ, তিনি নিজের সৌন্দর্য আর মানুষের ওপরে তার প্রভাব সম্বন্ধে অতি মাত্রায় ওয়াকিবহাল।
দেখি আর ভাবি। বিত্ত বা পেশায় কি আসে যায়?
কেউ কেউ রানি হবার জন্যে আসে।
রাজা যদি তাকে খুঁজে না পান ত তাঁর লোকসান।