মার্গে অনন্য সম্মান সুপ্রিয়া মণ্ডল (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩১
বিষয় – স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্নের রোজনামচা
ছুটছে সময়, ছুটছে মানুষ মহানগরীর পথে,
ভাতের আশায়, কাজের আশায়, কিছুটা স্বপ্ন ছুঁতে…
ব্যস্ততার এই অজুহাতে মানুষ কেন দূরে সরে?
রোজই কেন হারায় সবাই মুখোশের এই রঙিন ভিড়ে?
ইচ্ছেগুলো পাপড়ি মেলে গভীর রাতের স্বপ্ন-তে,
ভোরের আলো ফুটলে পরেই চালায় যে পা রিক্সা-তে;
এলোমেলো সব জীবনগুলো অভিনয়-তে ভরা,
হারা-জেতার লড়াই-তে আজ ব্যর্থরাই তো সেরা।
দিনের শেষে, হিসেব কষে দাঁড়িয়েছো আয়না-তে?
উল্টোদিকের মানুষটা-কে পেরেছো কি আজ চিনতে?
নিজের জন্য বাঁচিয়ে রেখো হলুদ রঙের আলো,
আগে কি কখনও নিজেকে তুমি বেসেছো একটু ভালো?
স্বপ্নগুলো তোমায় চায়, তোমার কাছেই আসতে,
সব হারিয়েও হারে না যে সে-ই তো পারে জিততে।