• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুপ্রিয় মান্না

হে আমার রবীন্দ্রনাথ

তোমার গভীরগহনে বিলীন আমার যাবতীয়
তোমাকে বহুবার না বুঝেও; ভাবি বুঝেছি বেশ!
বিস্তৃত সমুদ্র যেমন অদম্য উদ্দামতায় বহমান
তেমনি তোমার সৃষ্টিধারা দিগন্ত পেরিয়ে অনন্তকাল।
আকাশের ধ্রুবতারা যেভাবে পথ চেনায় ভ্রান্ত নাবিককে
তেমনি তোমার এক-একটা শব্দ দেয় জীবনের সন্ধান।
দেখি! স্বপ্নঘোরে ঝাঁপিয়ে পড়েছে সেসব শব্দেরা জীর্ণ এ দুয়ারে
এখনো মনখারাপে- তোমার গানই যেন অক্সিজেন
এখনো বিপদে- তোমার কবিতারা ফেরায় মনোবল
যন্ত্রণা-কষ্ট যতই আসুক, জানি পাশে ঠিক পাবো তোমাকেই!
অভিমান যখন ছুঁয়ে যায় সমস্ত হৃদয়ে
জানি সে বেদন যেন সিক্ত হবে বর্ষাস্নানে তোমার পরশে!
তোমার এ ঋণ সাধ্যের অতীত,,,
“শ্রাবণের ধারার মতো” ঝরে চলেছ জীবনে-মরণে
উর্বর করেছ সংস্কৃতির মাটি
প্রণাম তোমায় লক্ষ্য-কোটি বার
— হে মহান বিশ্বকবি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।