সৌরভের জন্য শোকগাথা!জীবন্ত একটা ছেলে। দু’হাজার তিন থেকে চিনতাম।অত্যন্ত বিনয়ী ও সহকারি।এই সহকার শব্দটি ব্যবহার করে সৌরভের মৃত্যু এলো।ও একটা নিরপেক্ষ শক্তি।লোহাকে কেউ পিস্তল করে কেউ কোদাল। ওকে পিস্তল করে ওর ওপরেই ঢেলে দেওয়া হলো হত্যার অপবাদ।
সৌরভ,বলেছিলে আমাকে নন্দন চত্বরে ঢুকতে দেবে না। আমিও মারামারির জন্য অপেক্ষা করেছিলাম। কেন হলো না গো! হলে তোমার শরীর ছুঁয়ে বুঝতে পারতাম ক্ষইছো। সাবধান করতে পারতাম।
সৌরভ, মারামারি বাকি আছে।
তার আগে দাঁড়াও।
দাঁড়িয়ে থাকো।