কাব্যানুশীলনে স্নেহাশিস মুখোপাধ্যায়
by
·
Published
· Updated
বিভ্রান্তি
তোমাকে যদি বিটোফেন শোনাতে পারতাম!
বিটোফেন শুনেছো নিশ্চই!
এক একটা পরমাণুর ভেতরে সন্দেহ ঘনিয়ে উঠছে।
এর নাম ভালোবাসা।
তার মানে, ভালোবাসা ঘনিয়ে উঠছে।
তোমার পায়ের নখ, নেলপালিশের সদ্য জেগে ওঠা গন্ধ –
পায়ের পাতার ওপর আর একটা অস্তিত্ব।
জঙ্ঘার ওপরে বোলতার কামড়ের মতো
প্রেমিকের আদর, জিভের আমুল রস,
ফুলে ওঠা স্তনবৃন্তের কাঁটা…
সব বিটোফেন শোনাতে পারতো।
অন্ধ হাতড়ে হাতড়ে ভালোবাসে।
তেমন অন্ধ নই বলে আফশোস হয়।
তার মানে ভালোবাসা ঘনিয়ে উঠছে।
তোমাকে দেখলে,
সবার সামনে জড়িয়ে ধরবো।
জানো গোড়ালির দুপাশে কেন আক্ষেপ থাকে?
গোড়ালি ভালোবাসায় সাড়া দেয় না।
শুধুই অবশ হয়ে থাকে।
অবশ ভালোবাসার কালশিটে পাদদেশে
একদিন তুমিই আগ্নেয়গিরির ঝড় তুলবে।