সম্পাদকীয়

ফিরে আসছে কোভিড

রক্তবীজ ভাইরাস নিধনে চামুণ্ডাকে এখনো ডেকে আনতে পারেনি মানুষ।
তাই মুখোশ আর পরিচ্ছন্নতাই একমাত্র বাঁচার উপায়।
অগত্যা। এমনি করেই বর্ষবরণ করার প্রস্তুতি।
এবার বুদ্ধিমান মানুষ বলছে আমরাই ভাইরাস।
কেন ?
ভাইরাস কিনা এক কুচি প্রাণ যে একটি শরীর পেলে তবে বেঁচে ওঠে ঠিকঠাক। আর মানুষেরও এখন শরীর চাই। প্রচুর ক্ষুধা । দেশ-কাল-রুচিনির্বিশেষে অনেক চাহিদা। একজনে মেটেনা।
বহুগামী মন ;দৃষ্টি, কেবল খুঁজে চলেছে, কোথায় পরশ পাথর।
নানান রকম নতুন আকর্ষণের চটক খুঁজে খুঁজে ক্লান্ত মন।
এ নতুন বছরে সবাই যার যার তৃপ্তির সন্ধান পাক, অগ্রিম প্রার্থনা রইল।
শরীর খোঁজে আঙুল
খোঁজে জিহ্বা ,চোখ , হাত ।
শরীর খোঁজে কাগজ , বই
টি ভিতে সারারাত ।
কবি তুমিও খুঁজছ খাঁজ ?
শরীর , নাকি টাকার ঝাঁজ
মগজ জুড়ে হিসেব চলে
পাবলিকে কি খায় –
মন কুসুমের গন্ধ নাই ।
কোথায় যাবে কিশোরী রাই –
নরম সাদা মনকে তার
প্রেমিক পিষে যায় ।
প্রেম রে তুই কত গভীর ?
ঝাঁঝালো আঠা , বিষের তীর
ধাক্কা দেওয়া চামড়া ,বুক
চটুল সুর , চ্যাট ।
ফুলের কুঁড়ি ,ঘুম – সকাল ,
পুজোর ফুল ,হাল্কা লাল
ঠাণ্ডা হাওয়া খুঁজছি
মনের দরজা খোলা হাট ।

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।