রক্তবীজ ভাইরাস নিধনে চামুণ্ডাকে এখনো ডেকে আনতে পারেনি মানুষ।
তাই মুখোশ আর পরিচ্ছন্নতাই একমাত্র বাঁচার উপায়।
অগত্যা। এমনি করেই বর্ষবরণ করার প্রস্তুতি।
এবার বুদ্ধিমান মানুষ বলছে আমরাই ভাইরাস।
কেন ?
ভাইরাস কিনা এক কুচি প্রাণ যে একটি শরীর পেলে তবে বেঁচে ওঠে ঠিকঠাক। আর মানুষেরও এখন শরীর চাই। প্রচুর ক্ষুধা । দেশ-কাল-রুচিনির্বিশেষে অনেক চাহিদা। একজনে মেটেনা।
বহুগামী মন ;দৃষ্টি, কেবল খুঁজে চলেছে, কোথায় পরশ পাথর।
নানান রকম নতুন আকর্ষণের চটক খুঁজে খুঁজে ক্লান্ত মন।
এ নতুন বছরে সবাই যার যার তৃপ্তির সন্ধান পাক, অগ্রিম প্রার্থনা রইল।
শরীর খোঁজে আঙুল
খোঁজে জিহ্বা ,চোখ , হাত ।
শরীর খোঁজে কাগজ , বই
টি ভিতে সারারাত ।
কবি তুমিও খুঁজছ খাঁজ ?
শরীর , নাকি টাকার ঝাঁজ
মগজ জুড়ে হিসেব চলে
পাবলিকে কি খায় –
মন কুসুমের গন্ধ নাই ।
কোথায় যাবে কিশোরী রাই –
নরম সাদা মনকে তার
প্রেমিক পিষে যায় ।
প্রেম রে তুই কত গভীর ?
ঝাঁঝালো আঠা , বিষের তীর
ধাক্কা দেওয়া চামড়া ,বুক
চটুল সুর , চ্যাট ।
ফুলের কুঁড়ি ,ঘুম – সকাল ,
পুজোর ফুল ,হাল্কা লাল
ঠাণ্ডা হাওয়া খুঁজছি
মনের দরজা খোলা হাট ।