দিব্যি কাব্যিতে সীমিতা মুখোপাধ্যায়

রাহী
আমার অস্থিরবেলা থেকে শুরু হয়ে
কোথায় যেন চলে গেল একটি পথ, অনন্তলতায় ঘেরা।
নীল-সামিয়ানা আকাশ, ধানখেত শ্বাস নিচ্ছে হাওয়ায়,
আহ্লাদী সূর্যমুখীর দল তাকিয়ে আছে নির্নিমেষ,
কাদের যেন উঠোন ভরেছে ঝরা-শিউলির আলপনায়।
শান্ত হাঁসদিঘিতে ডুব দিয়ে সেই পথটি
সারা গায়ে মোরাম মেখে আবার ফিরে এল
অরণ্যঘেরা আমার হিমশীতল হৃদয়ে।
এই যাওয়া-আসার মাঝখানে যেটুকু পড়ে রইল
তাকে হয়তো প্রেম বল তোমরা।