|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুমিতা মুখার্জ্জী

যদিও জানি ভেঙে পড়তে নেই
কাকে ডাকবো?
কে এসে দাঁড়াবে মাথার কাছে?
কাকে বলবো, এক গ্লাস জল এনে দিতে?
রোগগ্রস্ত পৃথিবীর স্নায়ূতে দুর্ভিক্ষের জ্বালা।
পঞ্চশষ্যের মতো পুড়তে থাকে নারীকথার বেশভূষা!
পুড়তে থাকে আকাল চড়চড়ে খিদে,,
তুমি তো সময় দাওনি তাকে!
রাত ঘনিয়েছে ‘পর রাস্তার বুকে উলঙ্গ
খাদ্য খাদক যোজনা প্রকল্পে সমবন্টনে যে উদার নীতি,
সেখানে একমুঠো গরম ভাতের ধোঁয়া ভেদ করে ঢুকে গেছে ধর্মের কল!
ঘর গেরস্থালির অলিতে গলিতে পি সি সরকারের ওয়াটার অফ ইন্ডিয়া!
অথচ ক্রমান্বয়ে আমার মৃত্যুর সময় বাড়ে,
বাড়তে থাকে, বিবেকের মুন্সীয়ানা।
ঈশ্বরের থালায়, নকুলদানার পেছনে মনস্তত্বের চাঁদ গিলে খেতে চায়
অজগরের মতো!
আমি নোনা স্বাদের ভেতর গাছের শিরদাঁড়া খুঁজি
যেখানে তুমি নেই,,, তুমি ছিলেনা!
বাতাসের ভারী গন্ধে শোকের ফসিল।
অনুচ্চ তক্তপোষের চারটে পায়ায়, স্বসাগড়ার মানচিত্রে বিলুপ্ত শরীরে তখন
শুধু জল আর জল !