মার্গে অনন্য সম্মান শুভা লাহিড়ী (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৮
বিষয় – নজরুল শ্রদ্ধাঞ্জলি / শেষ চিঠি / রম্য রচনা
কাজী নজরুল ইসলাম
তোমার লেখায় খুঁজে পাই মোরা,আগুন ঝরার বাণী,
তোমার লেখাই একাত্ববোধ , মননে দিয়েছে আনি।
‘অগ্নিবীণা’য় ঝংকৃত হয় মানবতা সব প্রাণে,
‘বিদ্রোহী কবি’আখ্যা পেয়েছো তোমার লেখার গুণে।
প্রতিবাদের জ্বেলেছো শিখা তুমি যে সবার প্রাণে,
তোমার ডাকেতে ঝাঁপিয়ে পড়েছে তরুণেরা একখানে।
তোমার লেখা ‘বিষের বাঁশি’ আজও বাজে মনে মনে,
তাইতো ‘কাজী’তোমায় স্মরি মোরা প্রতি ক্ষণে ক্ষণে।
তোমার লেখায় পাই যে মোরা প্রতিবাদের ভাষা,
তোমার লেখাই জাগিয়েছিলো স্বাধীনতার আশা।
তোমার লেখা গানগুলো সব পেয়েছে তোমারই সুর,
তুমি যে মোদের সকলের প্রিয় কাজী কবি নজরুল।
বারবার তুমি দাঁড়িয়েছো রুখে ব্রিটিশ রাজের পথে,
তাইতো তোমায় বন্দী করেছে আরও বিপ্লবী সাথে।
তোমার লেখায় পেয়েছি মোরা ঐক্যবোধের গান,
একই বৃন্তে ফুটিয়েছো তুমি হিন্দু মুসলমান।
তোমার লেখার ভাষাই তোমায় বিদ্রোহী নাম দিল,
‘দোলন চাঁপা’,’সর্বহারা’য় তোমার নামই ছিলো।।
শহীদ দিবসে ‘জাতীয় কবি’র আখ্যা দিয়েছে বাংলাদেশ,
ঢাকাতেই তুমি পাড়ি দিয়েছিলে না ফেরার কোনও দেশ।
তোমার মতো বীর কবি মোরা খুঁজে চলি বারবার,
পুনর্জন্ম থেকে থাকে যদি এসো কবি আরবার।