কবিতায় সনজয় কুমার রায় by TechTouchTalk Admin · Published August 31, 2020 · Updated June 3, 2022 কামনার জল কামনার জল গেছে শুকিয়ে শ্যাওলা পড়েছে সানবাঁধানো ঘাটে বৈশাখী রোদ্দুরে পুড়ে করছে খাঁক শ্যাওলা পিছলে পড়ার ভয় এখন আর নেই! মস্তিষ্কের নিউরণগুলো টগবগ করে ফুটছে ভাবনার আকাশে কালোমেঘ অস্থিতে ধরেছে ঘুণ ধুলো হয়ে মিশে যায় মাংসপেশীতে! আজ তুমি যতই ডাকো – রাত্রির ভাঙবেনা ঘুম নগ্ন জোৎস্না আছাড় খাবেনা শ্যাওলায় গ্রহণেরও বুঝি গ্রহণ লেগেছে আজ! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র – ৪০) October 18, 2021 by TechTouchTalk Admin · Published October 18, 2021