ক্যাফে কাব্যে স্বপন কুমার পাল

স্বপ্নে প্রিয়া
আজ বহুদিন পরে প্রিয়া তুমি এলে স্বপ্নে তোমার নয়নাভিরাম উজ্জ্বল কান্তি নিয়ে
কি অপরূপ অনিন্দিত অঙ্গসজ্জা
লোভনীয় ও দুটি নয়ন পদ্ম
শত-শত বর্ষের পিপাসিত জলমেঘে
আচ্ছাদিত মেঘবরণ সৌন্দর্য
মেঘ স্নাত সজল রূপ
সন্মূখে লুটোপুটি খাচ্ছে
এ যেন নব জল ভরা মেঘমল্লার
তড়িৎ বিজুরী প্রতি অঙ্গে অঙ্গে
কত আকাঙ্ক্ষিত নিশীথ, সুখ সজ্জা
কত যত্নে তোমার বান্ধবীদের নির্ণয়।
আকাঙ্ক্ষিত পুরুষের লাগি
নিডল শরীরের অবয়ব স্বপ্নের জালে তিলক চন্দনে ভড়া।
এত খুশি কখনো দেখিনি ভোরের শিশির ভেজা শিউলির মত দুটি নেত্রপল্লবে বারিদ লেগে। কে যেন কি অপেক্ষা রহস্য উন্মোচন করে চলেছে। বিস্ময়ে চেয়ে এই অপরূপ সৌন্দর্য
নয়ন ভরে পানরত কতকালের তৃষিত প্রাণ ভ্রমর।
আজ নিশিতে প্রতিটি প্রহর ভাঙবে,
ভাঙবেই গ্রন্থি দ্বার।
সুখসাগরে প্রতিটি হিরে মানিক ভাসবে, ভাসবে আনন্দ সাগর উদযাপনে।