T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সন্দীপ কুমার মিত্র

ভালবাসার কথা
ভালবাসা যেন ঠিক চাতক পাখি
সারাজীবন জল চেয়েই গেল
পায় সে, বেঁচেও থাকে
তবে খামখেয়ালি মেঘের ইচ্ছায়—
সে-ই জানে পিপাসা কাকে বলে
বোঝে তৃষ্ণার যন্ত্রনা
ঐ অসহায়তাকে সঙ্গে করেই
বেড়াতে হয় উড়ে
দূর থেকে বহু দূরে।
খাদ্যের অন্বেষণে,
প্রাণ বাঁচানোর তাগিদে তৃষিত বুকে
আর, মেঘ
সে তো কপট খেলায় ব্যস্ত!
কখনো চাঁদের সাথে,
কখনো সূর্য, তারার সাথে
কখনো শুষ্ক পৃথিবীর সাথে
জীবন ঐশ্বর্য্যে বলিয়ান সে
কি করেই বা বোঝে তৃষ্ণার্তের ভাষা—
নিজের আনন্দে মশগুল।
অনন্ত আকাশের
সীমাহীন ব্যাপ্তির হাতছানি
সাথে সাগরের আকুল আহ্বান
হারায় সে নিজের মনেই
ভুলে যায় চাতকের অনন্ত অপেক্ষা
শুধু তারই জন্য—
সে ছাড়া যে বাঁচবে না।