T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শুভ্রা ভট্টাচার্য

নিমাইদের দূর্গাবন্দনা

পথশিশু আমি কাঁদছি শুয়ে
ফুটপাথের ওই নোংরা ভুঁয়ে,
ঝড় বৃষ্টি শীতে কঠিন লড়াই
আধপেটাতেও তবু বেঁচে যাই।

কুড়িয়ে পাওয়া নামটি নিমাই
ফুটপাথেই নিত্য আমি ঘুমাই,
দোরে পথঘাটে হাত পেতে খাই
ভবঘুরেদের স্থায়ী ঠিকানা নাই!

প্রতি রাতে চলে বাঁচার লড়াই
রোগ মৃত্যুর কোনো ভয় নাই,
শুধু অবুঝ পেটটাই বড়ো দায়
শত অপমানেও করি খাই খাই।

তবু আমারও আসে দুর্গাপূজা
পূজা এলে আমার একটু মজা,
বাবুরা দেবে পুরনো জামা জুতা
তার সাথে কত মন্ডা মিঠে গজা।

ঢাকের বাদ্যি আমার বেশ লাগে
পূজার গন্ধে প্রাণে হরষ জাগে,
আমার ক্ষুধার চাহুনি ভিক্ষা মাগে
এ কটা দিন তাড়ায় না কেউ রাগে।

মাগো কোন অপরাধে এত বঞ্চনা!
কেন দুবেলা দুমুঠ ভাত জোটে না!
মাথার উপর নেই স্থিতু আস্তানা
অছ্যুত বলে করি না পূজাঅর্চনা।

শোনো গোপন সজল চোখের প্রার্থনা
দিও গো আমার মায়ের ঘরের ঠিকানা!
সাধ জাগে, আমিও করব মাতৃবন্দনা
মানুষ হিসাবে চাই যে একটু সম্মাননা!!

Spread the love

You may also like...

error: Content is protected !!