কবিতায় শমিত কর্মকার

আসে না আর চিঠি
পোস্ট অফিসের চিঠি আর আসে না
পিওন আসে না বাড়ি বাড়ি
তপ্ত দুপুরে বাড়ির সেই করা নারার আওয়াজ
চিঠি এসেছে চিঠি এসেছে নিয়ে যান।
এগুলো আজ আধুনিক প্রজন্ম জানে না
পোস্ট অফিসে আর পোস্ট কার্ডের লাইন পরে না
এখন আর মানুষ একটা চিঠির অপেক্ষা করে না
জানে তারা শুধু মেল করার নিয়ম।
কি ছিল সেই চিঠির উম্মাদনা
সেই বহু দূরের সংবাদ আসবে হাতের লেখায়
সেই চিঠি সব বোয়ে নিয়ে আসতো
প্রেম আনন্দ বিরহ দুঃখের সংবাদ।
এখন আমরা ডিজিটাল যুগে
এক টোকায় যেন সব সব হাতের সমানে
তবুও তো সেই চিঠি আজও মনকে দোলায়।