থাকেন কলকাতার উপকণ্ঠে বেলঘরিয়ায়। শিক্ষকতার চাকরি। মূলত কবিতা লেখেন । ছোটদের জন্য নিয়মিত লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি। প্রকাশক যথাক্রমে যাপনচিত্র এবং হাওয়াকল প্রকাশনী।
ইচ্ছামতী, জয়ঢাক সহ বেশ কিছু ওয়েবজিনে ছোটদের জন্য লেখা উপন্যাস প্রকাশিত । শুকতারায় কবিতা , কিশোরভারতীতে গল্প লিখেছেন ।
নন্দন, বৃষ্টিদিন, যাপনচিত্র, শুধু বিঘে দুই, দৌড়, খবর 365 দিন, একদিন সহ নানান পত্র পত্রিকায়, kolkata24×7.com, channel hindustan ইত্যাদি পোর্টালে কবিতা, রম্যরচনা অথবা মুক্তগদ্য লেখেন।
পত্রভারতী থেকে একটি কিশোর উপন্যাস 'ঝমঝম' 2017 সালে প্রকাশ পেয়েছে ।
কৃষক
আকাশের কথাগুলো সময় লেখে না।
মেঘবেলা, জল গোণে কৃষকের চোখ,
কৃষকের কথাদেরও সময় লেখেনি!
উন্মুক্ত সাদা জমি, জমি ছুঁয়ে আছে হাল-
রুখা খেতে কবে গলে কলমের মেঘ-
অনিত্যে পেতেছি চোখ, আমিও কৃষক!
ইমারত বিস্তীর্ণ কৃষিক্ষেত্র এক
কোন চাষে কী ফলন কৃষক জানে না
ফসল আকাশ ভরে উড়ে এলে শূন্যগর্ভ মেঘ
আল্লাহ্ পানি দেবে! আশাই জীবক-