|| রথযাত্রা স্পেশাল – এ || লিখেছেন শমিত কর্মকার

ভাবনা
কিছু সিদ্ধান্ত মনকে নাড়া দিচ্ছে
না ভেবে হঠাৎ করে ফেলা
বহু মানুষের মধ্যে নিজেকে নিয়ে
একাকি চলার পরিকল্পনা যখন।
শান্ত এক পরিবেশে যুদ্ধের দামামা
দেখে নিতে হবে শেষটা
যুদ্ধ শেষে কি হয় কি হয়
সিদ্ধান্ত পরিবর্তনের ফল যদি ভালো হয়।
দূষণ মুক্ত পরিবেশে দীর্ঘ শ্বাস
পরিবর্তিত পরিস্থিতিতে জীবনের সফলতা।