T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শমিত কর্মকার

আবিস্কার
পূর্বাকে প্রায় জোর করে ষ্টেজে তুলে দিয়ে ছিল রিয়া।
সেদিন পাড়ার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে অনেক গুনী শিল্পীরা উপস্থিত ছিলেন।পূর্বা প্রায় অপ্রস্থুতে পরে গিয়েছিল যখন মাইকে ঘোষণা করা হলো এবার নৃত্য পরিবেশন করেবেন পূর্বা ঘোষ। পাড়ার কেউ জানতো না যে সে নাচে এবং সে ভীষণ ভালো নাচে।রিয়া প্রথম দেখেছিল তার বাড়িতে সে অনুশীলন করছে আর রিয়াই পাড়ার মধ্যে এমন একটি অনুষ্ঠান হচ্ছে দেখে লোভ সামলাতে পেরেনি।তাই সে প্রায় জোড় করে ষ্টেজে তুলে দিয়েছিল।
পূর্বা প্রথমটা একটু ইতস্তত করলেও পরে যখন নাচ শুরু করলো তখন সাবাই অবাক হয়ে গেল।ওযে এতো সুন্দর নাচে পাড়ার কেউ কোনদিন জানতো না। মঞ্চের সামনে বসে থাক গুনী শিল্পীরা আহা আহা করে উঠলো।
পূর্বা যখন ষ্টেজে সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করেছে এবং সকলের চোখ যখন তার দিকে তখন হঠাৎ মাইক্রোফোন নিয়ে রিয়া ঘোষণা করলো আজ সুন্দর নাচ আপনারা দেখেছেন তাকে আমি জোর করে ষ্টেজে তুলেছি।ওর জন্য একটি জোরে করতালি আপনারা দিন নমস্কার।সবার করতালি যখন চলছে পূর্বা নাচ বন্ধ করে রিয়াকে জরিয়ে ধরলো।তার দুচোখ বেয়ে জল নেবে এলো।