• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান সনাতন কুণ্ডু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৮
বিষয় – নজরুল শ্রদ্ধাঞ্জলি / শেষ চিঠি / রম্য রচনা

বন্দনা তব তরে

চারিদিকে যুদ্ধের গর্জন শত্রু তুলেছে ওই মাথা
বিদ্রোহী তুমি কবি নজরুল সবার হৃদয়ে গাঁথা ।
অন্যায়ের বিরুদ্ধে ছিল তব প্রতিবাদী কন্ঠস্বর
কবিতা,নাটক ও গান,প্রবন্ধে তুমি মহা সৃষ্টিধর।।
তব লেখনীতে পাই যে মোরা বিদ্রোহেরই গন্ধ
“রুদ্রমঙ্গল”ধুমকেতু”যুগবাণী”ঝিঙের ফুল”প্রবন্ধ ।
“বাঁধনহারা”মৃত্যুক্ষুধা”কুহেলিকা”পুতুলের বিয়ে”
“জীবনের জয়যাত্রা”আলেয়া”দিলে নাটক সাজিয়ে।।
“ব্যথার দান”রিক্তের বেদন”শিউলিমালা”অল্পস্বল্প
ভরালে তব বহ্নিকলমে চির অমর যত ছোটোগল্প।
“অগ্নিবীণা”সঞ্চিতা”নির্ঝর”সঞ্চয়ন”আর”চক্রবান
“মরুভাস্কর”ফণিমনসা”সাম্যবাদী”তব কাব্যদান।।
“বিষের বাঁশি”দোলন চাঁপা”সর্বহারা”আর”প্রলয়শিখা”
“সিন্ধু হিন্দোল”অমর প্রেমের তব সুর সংগীত লেখা।
তব কবিতা,নাটক,প্রবন্ধ আর মিষ্টি সুরের ঝংকারে
প্রেম,প্রীতি,ভালোবাসা আর তব বিদ্রোহের অগ্নি ঝরে।।
শোষণ,শাসনের বিরুদ্ধে তুমি করেছিলে এতই প্রতিবাদ
তব বিদ্রোহ ভেঙ্গে দিয়েছিল “কারার ওই লৌহকপাট”।
বীরযোদ্ধাদের জুগিয়েছে সাহস তব লেখনীর ধার
দেশপ্রেমের কবিতা “বিদ্রোহী”কান্ডারী হুঁশিয়ার “।।
শুরু করে দিলে “ধুমকেতু”তব সাধের ম্যাগাজিন
হানিলো হানা তব উপরে তাই ব্রিটিশ হৃদয়হীন।
শুধু নয় দ্রোহ পাশাপাশি ছিল প্রেমেরও বার্তাও
“মোর বেদনার তপশ্যা শেষ মিলনের বার্তা দাও”।।
বিদেশি ভাষার সমারোহ দেখি তব গানে কাব্যেই
“খঞ্জর মারো গর্দানেই পঞ্জরে আজি দরদ নেই “।
বিশ বছরেই সাহিত্য গানে অবিচল আনাগোনা
যেখানেই তুমি দিয়েছো হাত ফলিয়েছো শুধু সোনা।।
বিদ্রোহী কবি তকমা লাগিয়ে হাতে দিল হাতকড়া
স্তব্ধ করতে পারেনি তবু তব লেখনী পাগল করা।
অনশনে ছিলে কত দিনরাত গৃহ ছিল জেলখানা
কবিতাতে তুমি আগুন ঝরালে বাজিয়ে “অগ্নিবীণা”।।
বাংলার বিদ্রোহী সূর্য তুমি নির্ভীক যোদ্ধা বীর
শত আঘাতেও রেখেছো তুমি “চির উন্নত শির”।
সত্যপুজারী যৌবনের কবি তুমি বিকশিত ফুল
লহ মোদের সশ্রদ্ধ প্রণাম তুমি চিরনবীন নজরুল ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।