T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় শমিত কর্মকার

মেনে নেই
পুরাতন কে ছেড়ে আমরা নতুন কে গ্ৰহন করে নিচ্ছি অহরহ,
আদর করে আহ্বান জানাচ্ছি সেই সব নতুন কে।
মেনে নেই পুরানো সে পুরানোই নতুন সে নতুন ই।
নতুনের আবাহনে শুরু হয় নানা কর্মকাণ্ড।
মনকে নতুন করতে মুরেফেলি নতুন জামা কাপড়ের মতোই।
তবে কি সত্যিই পুরানো পুরানো হয়ে যায়?
বলতে পারাটা কি অনেক কঠিন।
তবুও আমাদের সেই আগ্ৰহ নতুনের,
খুঁজে ফিরি বারবার আহা নতুনের কি বাহার।