T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন শ্যামল খাঁ

হেমন্তের দিন
শরত শেষের শিশির বিন্দুগুলি
ঝরে পড়া কাশের মাথায় ডাকে,
খেজুর গাছের শিহরণের মধু
শিউলি সবাই পাড়ায় পাড়ায় হাঁকে।
হলদে মাঠে সাদা বকের সারি
সার দিয়ে সব জাগে পাহারায়,
ঘুম জড়ানো সবুজ যাযাবর
দলে দলে সন্ন্যাসে আজ যায়।
ধানের শিষে মুক্তো ঝরা দিন
অল্প আয়ুর জীবন নিয়ে ডাকে,
কাঁপন ধরা উত্তুরে ছাদ খোলা
অলস দিনের বাতাস লেগে থাকে।
নবীন ধানের গন্ধে ভরে মন
উঠোন জুড়ে বসেছে আজ মেলা,
ভরা দীঘির শান্ত জলের মাঝে
সূর্য এসে খেলে সারাবেলা।
বনের পাতা কুড়িয়ে এনে ঘরে
উষ্ণতারই রসদ জোগাড় করে,
কিছু সুবাস লুকিয়ে রাখা থাকে
পুরানো সেই পাটখোলা চাদরে।
নলেন গুড়ের বাষ্প ভেসে আসে
গ্রামের মাথায় নেশার সুবাস তুলে,
জানলা দিয়ে হিমেল গন্ধ পাঠায়
কামিনী আর দেবকাঞ্চন মিলে।
পালাবদল ঋতুর ক্যানভাসে
দূরের পাহাড় শুভ্র বসন মাগে,
উদার আকাশ জোৎস্না ছড়ায় মাঠে
মায়াবিনী হেমন্তিকা জাগে।