T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় শমিত কর্মকার

আমার লক্ষী দেবী
পুজোর কটা দিন লক্ষী নিয়ে ভীষণ সমস্যা,
সবার লক্ষ্য একটা সুন্দর মেয়ে চাই।
কারণ আমাদের পূজ্য দেবতাও একজন মেয়ে,
কিন্তু বর্তমানে যুগে লক্ষী মেয়ে কোথায়?
এখন সবাই প্রায় চঞ্চলা প্রকৃতির।
মানে হল চঞ্চলা প্রকৃতির লক্ষী!
এসো মা লক্ষী বোসো ঘরে,
বলুন তো এখন কি আর ঘরে সবার যুগ।
আমরা এখন ডিজিটাল যুগের,
শয়নে সপনে একটা মুঠো ফোন ব্যাস।
লক্ষী কিন্তু ঘরে বোসে যাবে,
ম্যাসেঞ্জার, হোয়াস্ অ্যাপ, টুইটার এতেই লক্ষী দেবী ঘুরে বেড়াবে!
মূহুর্তের চঞ্চলা লক্ষী ধীর স্থির।
সেতো লক্ষী মেয়েই বটে,
ঠিক যেমন লক্ষী দেবীকে আসনে বসাই।