হৈচৈ কবিতায় শমিত কর্মকার

পাখিদের আড্ডা
সকাল সকাল নিম গাছেতে এলো উড়ে
দুটো চড়াই পাখি
আকাশ পানে উঠে
শুরু করল ডাকাডাকি।
দূর থেকে যাচ্ছিল এক টিয়ে
ওদের দেখে চলে এলো পরিবার নিয়ে।
তিনটে শালিক উড়ে এসে করলো নালিশ
আর কতোদিন করবে আমাদের পালিশ।
চড়াই দুটো বলল হেকে
আছে আড্ডা সকলে মিলে বলতাম ই ডেকে
মনোমালিন্য করো শেষ
আড্ডা আজকে হবে বেশ।