সাতে পাঁচে কবিতায় সরিফা খাতুন

নীরব ভালোবাসা
তার প্রতিটা কথা আমায় মুগ্ধ করে তুলেছিল,
তার বলা প্রতিটা শব্দ আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
কাউকে না দেখেই এতটা চেনা যায়, জানতাম না
প্রেম আর ভালোবাসার তফাতটা জানতাম না,
যন্ত্রনা কী? সেটা জানতাম না।
এখন জেনেছি অনেক কিছুই,
যা আমি জানতে চাইনি কখনো।
একটা হৃদয় কীভাবে সহ্য করে এত কিছু?
কেন এমন করে, আঁকড়ে ধরে রাখে এত স্মৃতি?
এখনও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি আছে,
জীবনের খাতায় এখনও অনেকটা অংশ
লেখা বাকি আছে,
আগে যা লিখেছিলাম, কিছু লেখা এখনও আছে।
আর কিছুটা চিরতরে ধ্বংস হয়ে গেছে।
তবু এখনো তারই মধ্যে কত শত স্মৃতি যে রয়েছে জমে,
তা বলা মুশকিল।
শুধু শুনতে পাই মাঝে মাঝে তারা গুমড়ে গুমড়ে কাঁদে।
মাঝে মাঝে আবার নিজের মধ্যেই নিজেরা বলে,
অনেক তো হল,
এবার নিজেকে নিয়ে এগিয়ে চলো।
চলো এই শব্দদূষণের ভীড় থেকে নির্জনে যায়,
কোথাও একটু একান্তে গিয়ে আশ্রয় নিই।
এই যন্ত্রণাগুলোকেও আমার থেকে মুক্তি দিই।
কিন্তু কেন জানি না,
এত যন্ত্রণার মাঝেও মন
তাকে আজও খুঁজে বেড়াই আমার কবিতায়,
তাকে খুঁজে বেড়ায় আমার নীরবতায়।।