সম্পাদকীয়

“বাতাসে ভাসছে মাধবীলতার গন্ধ
শরীরে শরীরে ছড়িয়ে পড়ছে বিষ
যা কিছু আমার সব দিতে পারি তোকে
বিনিময়ে প্রেমে কলঙ্ক যদি দিস”

বসন্তকাল, দোল আর নারীদিবস যেন একসুতোয় গাঁথা একটি বেখেয়ালের মালা একসঙ্গে সামনে এসে দাঁড়িয়ে বলছে – এই নাও, আমি এসে গেছি। আর তাকে স্বাগত জানাতে এবারের টেক টক টাচে তাই তারুণ্যের ছোঁয়া।
আপনাদের সবার জীবনে রং লাগুক। আপনাদের লেখনী বর্ণময় হোক। প্রিয় পাঠকদের মনোরঞ্জনী হোক।

শমীক জয় সেনগুপ্ত

Spread the love

You may also like...

error: Content is protected !!