কবিতায় শমীক জয় সেনগুপ্ত

নিদাঘ – বসন্ত
ঠোঁট পুড়ে গেছে সহচরের কিশোর চুমুতে
বিকেলের অসম প্রবাহে চুলে চুলে খড়কুটো লেগে
আমরা দিগন্তহীন আবডাল খুঁজে নিতে চেয়ে
আরো একবার গণগণে আঁচে তেঁতে উঠি
তারপর বেহায়া হাওয়ায় সমনামে
বাসন্তী স্রোত বেয়ে কেউ
একটা ফুটপাতে হাজারটা প্রশ্ন সাজালে
পোড়া ঠোঁটে জ্যোৎস্নার প্রত্যাখ্যান লিখে রাখি।