কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী

নীরবতা – ১০

বেচাকেনা চলছে
দশ মাস দশ দিনের পর থেকে__
সবই বিক্রয়, জন্মের প্রশ্নে
কেন শাঁখ বাজে
ধূপে মশা তাড়ালেই কার্যসিদ্ধি
আর ওই গোবর-জলের ঝাঁট__
যুক্তিতে কারণ আসে
সবাই ব্যবসাদার, ভাঙিয়ে খাচ্ছি
টুকরো কিংবা মাঝারি
নির্বাক ছবিতে সিঙ্গল অভিনয়
ডুয়েট এখনো বাকি
চলুন জীবনে অন্তত একবার,
খিলিপানে গলা ভেজায়
Spread the love

You may also like...

error: Content is protected !!