অর্ধেক চাঁদ বুকে ফুরিয়ে এসেছে সব আয়ু
সঙ্গ তাই ম্রীয়মান, পিছুটান তীব্র হয়ে ওঠে
বকলমে লিখে রাখা উনকোটি পবনের নাও
ভাসিয়েছে স্রোতলেখ, প্রিয়নাম জপ ওঠে ঠোঁটে
আমার মাতাল মন, টাল-হারা ঘুরে পড়ে যায়
আকাশের সুদূরেতে ডানা মেলে গরুড়-সম্ভব
দু’চোখ সাজিয়ে নিয়ে প্রতীক্ষায় কাজল টেনেছি
তোরণে বন্দিরা গেয়ে চলে মঙ্গল স্তব