সম্পর্ক ভঙ্গুর
কোন আঠা কতখানি জোর
কিভাবে আস্তে করে কেঁটেছে আঁচড় !
আমি অবেলায় বসে শুধু তারই দর কষাকষি করি …
বিজ্ঞাপনে এক একটা রঙহীন আলটপকা আলফাজ
সংশয়ে আরো বেশী নৈকট্য দাবী করে –
আমি মরা মাছের মত দুটো চোখে ভাসিয়েছি স্তোক
আমাদের না পাওয়া সবটুকু জুড়ে
কেবল আকাঙ্খা সব গিজগিজ করে
কারা যেন ভাঙা ঘরে, ছেঁড়া চাদরেতে
চুপচাপ হেম তোলে কারু নকশা যত
ছোঁয়া, স্বাদ, গন্ধ ছাড়া অন্ধ ভরসায়
কে যেন বলেছে আজ সব ভাল হলে
আবার মেলায় যাব, ঝুড়ি ঝুড়ি আনন্দ মেলা
ভাল হবে ভেবে ভেবে টানাটানি প্যাঁচড়াপেচড়ি চলে
ইলাস্টিসিটি কম, স্থিতিহীন গতিহীন টানে
সম্পর্ক ভেঙে যায়।
কোন আঠা, কতটুকু জোর
খবর দিয়েছে একা বোবা বিজ্ঞাপন..
মেরুপৃষ্ঠে দুই বিন্দু সমরেখ হতে চেয়ে
প্রতীক্ষায় কালপাত করে।