|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত

বিসর্জন
বুকের ভিতর কি যেন একটা পোকা বাসা বেঁধেছে?
কুড়েকুড়ে খায় ,প্রায় অর্ধেকটাই শেষ করে ফেলেছে
আরো কিছু খেয়ে ফেলা বাকি
স্বপ্নগুলো ভেঙে চৌচির,
দেখা যায় না তার এপার ওপার তাই
নির্দ্বিধায় তাদের তমসা বলে ডাকি। ডাকতেই থাকি।
ঘুম বড় বেশি বন্ধুর মত ব্যাকস্ট্যাব করে যায়।
ভরসা শুধু স্লিপিং পিল।
আজকাল বিচ্ছেদ মানেই তো মৃত্যু নয়।
কখনো কখনো বিসর্জন শেষে ফিরে আসতে বড় মন চায়।
বুকের ভিতর পোকাটা নাড়াচাড়া দিচ্ছে
কবিতা বলছে ,সুর ভাঁজছে।
টেনে এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে সব প্রতিশ্রুতি।
ভাঙা আয়নায় মুখ দেখতে নেই
তাও দেখি আর তলিয়ে যেতে যেতে মুখে ছড়িয়ে পড়ে
বর্ষার মেঘ কাটানো স্বচ্ছ আলোর ছটা।
তখন আমার বাঁচতে বড় ভালো লাগে।