ক্যাফে কাব্যে সৌমি জানা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অজানা আমি
তোমার অজান্তে
আমি তোমাকে কত ভালোবাসি
তুমি জানোনা সেটা।
তোমার অজান্তে
তোমার কথা কত ভাবি
তুমি জানোনা সেটা।
তোমার অজান্তে
তোমাকে নিয়ে কত অবাস্তব স্বপ্ন দেখি
জানোনা সেটা।
তোমার অজান্তে
তোমার জন্য কত রাত জাগি
জানোনা সেটা।
তোমার অজান্তে
তোমাকে নিজের ভাবনায় কতটা কাছে পাই
তুমি জানোনা সেটা।
তোমার অজান্তে
ভাবনা গুলো ভেবেই কত হাসি
জানোনা সেটা।
তোমার অজান্তে
তোমার মধ্যে নিজেকে কত হাতড়াই
জানোনা সেটা।
তোমার অজান্তে
তোমাকে হারিয়ে ভালো নেই সবার মাঝে
জানোনা সেটা।
তোমার অজান্তে
আমার কান্নার কারণ শুধু তুমি
জানোনা সেটা।
তোমার অজান্তে
শেষ হয়ে গেল সব আশা
তুমি জেনেও জানলেনা কিছুই
তাই নিজেকে প্রমাণ করার প্রয়োজন আর নেই
রইলাম বা তোমার কাছে অজানা আমি।।